বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
শুক্রবার রাত ৯ টায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ সভাপতি তরুণ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।
বিশেষ অতিথি ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন।
জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠুন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা রাজু আহমেদ লিটিল মাহবুব জামান সোহাগ, সদস্য সবুজ আহমেদ, সদর উপজেলা আহবায়ক সুজাউদ্দিন সুজন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি,আব্দুর রহিম, সজীব ওয়াজেদ জয় পরিষদের মেহেরপুর জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সজীব, সূচল প্রমূখ।