মেহেরপুরে করোনা রোগী শনাক্তের জন্য আজ থেকে শুরু হয়েছে র্যাপিড এন্টিজেন টেষ্ট। শনিবার সকাল ১০ টায় মেহেরপুরসহ বাংলাদেশের ১০ জেলায় করোনা এন্টিজেন টেষ্টের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেনারেল হাসপাতালেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা এন্টিজেন টেষ্ট। এই র্যাপিড এন্টিজেন কিট দিয়ে ৩০ মিনিটে করোনার ফলাফল পাওয়া যাবে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল আলম। তিনি আরও বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৫’শ টি কিট হাতে পেয়েছি। করোনা উপসর্গ নিয়ে যেসব রোগীরা হাসপাতালে আসবেন তাদের এই কিটের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই করোনা রেজাল্ট পাওয়া যাচ্ছে সেজন্য পজিটিভ রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসবে।
প্রথম দিনে ৩ জনকে এই এন্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।