মেহেরপুরে আজ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪৯৫ জন।
আজ সন্ধা ৬ টার সময় মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ প্রাপ্ত ২৬টি রিপোটের মধ্যে ১২ টি পজিটিভ। এর মধ্যে সদর ১টি, গাংনীতে ৮টি এবং মুজিবনগরে ৩টি। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩২৭২ টি।
মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৬৫ (সদর-৯৮, গাংনী- ৪৭, মুজিবনগর -২০ ) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে- ১১ জন। (সদর-৫, গাংনী- ৫, মুজিবনগর -১)। সুস্থ হয়েছেন ২৮১ জন । অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৩৪ জনকে।
নমুনা ৩৪৭৩+৩৫=৩৫০৮, সদর ও হাসপাতাল ৫+১৯= ২৪, গাংনী-১১, মুজিবনগর-০। ফলাফল- ৩২৪৬+২৬= ৩২৭২টি।
সদর-১
বড় বাজার – হানিফ
মুজিবনগর-৩
মহাজনপুর-রফিকুজ্জামান শেখ (৭৫), বাগোয়ান- সান্তনা আক্তার (২৮), শিবপুর-সহিদুল (২৮)
গাংনী-৮
হাড়াভাঙ্গা-কোহিনুর (৫০), বামন্দী-আনোয়ারুল ইসলাম (৬২), হাড়াঙাঙ্গা- রাবেয়া খাতুন (৬৫), মটমুড়া ক্লাব বাজার- হারুন অর রশীদ (২২), মহিলা কলেজ পাড়া-আহাদুল হক (৪২), হাড়াভাঙ্গা মাদ্রাসাপাড়া-সুলতান (৭৫), হাড়াভাঙ্গা মাদ্রাসাপাড়া-কোহিনুর (৬০), হাড়াভাঙ্গা মাদ্রাসাপাড়া-আব্দুল মজিদ (৭৭)