মেহেরপুরে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পলাতক ৮ আসামি গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হন।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার রাজাপুর গ্রামের মেহের উল্লাহর স্ত্রী রেহেনা খাতুন, তার নামে মামলা নং সেসন মামলা ১২০/১৯, সিআর মামলা নং ৫১৪/১৮ ইং, মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়া এলাকার কোবাদ আলীর ছেলে শাহারুল ইসলাম ওরফে মাইকেল তার নামে মামলা নং জিআর ১২৮/১৬ ইং, সদর উপজেলার বুড়িপোতা গ্রামের উত্তরপাড়া এলাকার ইয়ার আলী মোল্লার স্ত্রী আলতাফুন্নেছা।
তার নামে দায়ের করা মামলা নং এসটিসি ২১/১২ ও জিআর মামলা নং ৫৭/১২, সদর উপজেলার আমদহ বাগানপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে শাহিন রেজা (৩২), তার নামের মামলা নং ১৪(১১) ২২, কাঁঠালপোতা গ্রামের খোকন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)। তার নামের মামলা নং সিআরপিসি ১৫১ ধারা, একই গ্রামের মৃতু জমির উদ্দীনের ছেলে শাফিন (২৪), বামনপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে বাপ্পী (৩০), শহরের গোরস্থানপাড়া এলাকার মো: শরিফ হোসেনের ছেলে রাজন (২২) ও গাংনী থানার বর্শিবাড়িয়া গ্রামের হামিদুল বিশ্বাসের ছেলে হাসিবুর রহমান। তার নামের মামলা নং সিআর ৪৫১/২২, আর ৪৩৩/২২, পি ৪৩৮/২২।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত এসব আসামিদের আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।