“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুনের সভপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেনহাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় এছাড়াও এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, উম্মে হানি ও তৃপ্তি কনা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।