মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাঠে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমাদহ-আশরাফপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোশাররফ হোসেন মোটরসাইকেলযোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন পারিবারিক সূত্রের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোশাররফ হোসেন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে।