মেহেরপুরে আবারো অবৈধ পরিবহন আলগামন উল্টে নিহত হয়েছে জামাল নামের এক দিন মজুর। সোমবার সকালে সদর উপজেলার বারাদি বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামাল মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জমির উদ্দিনের ছেলে।
এছাড়াও শিবপুর গ্রামের রিপন ও আব্বাস নামের দুই জন জখম হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, ৬-৭ জনের এবটি দিন মজুরের দল বারাদিতে কপি কাটার উদ্দেশ্যে আলগামন যোগে যাচ্ছিল। এমন সময় বারাদি বাজারে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এতে জামাল, রিপন ও আব্বস গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যেই জামালের মৃত্যু হয়।
-নিজস্ব প্রতিনিধি