প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়কে শিশু-বান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার আমদহ সঃ প্রাঃ বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এবং কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের আয়োজনে সোমবার সকাল ১১টায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক আক্তারুন নেছা (শিল্পী) এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোঃ ইমদাদুল হকের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিশু বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউক-এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো। তিনি তার বক্তব্যে কোমলমতি শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, লক্ষ্য করা যাচ্ছে অনেক অভিভাবক তাদের সন্তানদের যথাযথ পোশাক ছাড়াই বিদ্যালয়ে পাঠাচ্ছেন, যা অনুচিত। তাই অভিভাবকদের সচেতন হতে হবে।
অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষাই দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। অনুষ্ঠানে অতিথি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াচ সদস্য এবং অভিভাবকগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি উপহার হিসেবে তাদের হাতে শিক্ষা উপকরণও তুলে দেওয়া হয়।
প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মনোবাধ্য ধর্মীয় প্রতিষ্ঠান মউক এর ধরনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রাখো এবং আয়োজনের সবকিছু দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বাল্লাহ।