মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গিবাদ ও মাদকাসক্ত এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর আয়োজন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (৩ জুলাই) বিকেলে ৫ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।এছাড়াও এসময় পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, জান্নাতুল ফেরদৌস, নাসরিন সুলতানা, শেখ তৌহিদুল কবীর, বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পবৃন্দ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকের মন জয় করে।