মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে বাংলাদেশ ওয়াকফ্ এষ্টেটের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে।
এঘটনায় ওয়াকফ্ এস্টেটের মতোয়ালী মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া দখলকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কাছে অনুমতির আবেদন জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ ওয়াক্ফ এস্টেট বাংলাদেশ সরকারের তালিকাভূক্ত স্থাবর সম্পত্তি। সিএসএসও বিআরএস রেকর্র্ডিয় শেখ আইন উদ্দীন ওয়াক্ফ এস্টেট নামীয় স্থাবর সম্পত্তি আশরাফপুর স্কুল মাঠে তপশীলভূক্ত জমি জোরপূর্বক ভূয়া কাগজপত্র সৃষ্টি করে আশরাফপুর গ্রামের নাজির শেখের ছেলে শওকত হোসেন ও তার ছেলে হাসান আলী জবর দখলের পায়তারা করছেন। তারা জমির ঘাস কেটে নিয়ে রাসায়নিক সার ছিটাচ্ছে এবং জমিটিকে সীমানা নির্ধারণ করে খোচ পুতে নিচ্ছে।
এই শওকত হোসেন এর আগেও একই জমি জবর দখল করতে গেলে আমার বাবাও তার বিরুদ্ধে মামলা করেছিল।যার মামলা নং (হাইকোর্ট ডিভিশন) এফএমএ নং ৮১ অফ ২০০৬, এবং এফএমএটি ৬৬৯ ২০০৬ ও ২০০৭ ইং। উল্লেখ্য যে, ওয়াক্ফ এস্টেটের স্থাবর সম্পত্তি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও আইন মোতাবেক ক্রয় বিক্রয় করতে পারবেনা। অথচ কে বা কারা ওই জমি ক্রয় বিক্রয়ের মুল হোতা সনাক্ত করে তার নামে জমি দাবি করছে। তাই তার বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ ওয়াক্ফ এস্টেটের প্রশাসকের অনুমতি নিয়ে মামলা করার অনুমতি চেয়েছেন এই স্টেটের মতুয়াল্লি মো: কাজী হাবিবুল ইসলাম।