মেহেরপুর শহরে মাস্ক বিহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় মানিক মিয়া টাওয়ার ইজি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতে ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের মানিক মিয়া টাওয়ার ইজি পয়েন্টে সহকারি কমিশনার মাহামুদ হাসান সবুজের নির্দেশে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে মাস্ক পরিধান করতে হবে। যারা মেহেরপুর শহরের ভিতরে মাস্ক ছাড়া চলাচল করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং কিছু কিছু মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
এমত অবস্থায় মেহেরপুরে যেনো করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখা যায় সেই জন্য জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। শহরে বিভিন্ন দোকানী আছেন যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে মোবাইল কোট এর আওতায় আনা হচ্ছে।
তারি পাশাপাশি ক্রেতাদের কেও সতর্ক করা হচ্ছে। যারা সাধারণ জনগণ আছেন স্বাস্থ্যবিধি মানছেন না মোটরবাইকে দুইজনের অধিক চলাফেরা করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে।