জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এণ্ড কলেজের এসএসসি-২০২১ এর প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত “ফ্রেন্ডস চ্যারিটি” এর পক্ষ থেকে মেহেরপুরের ৪৮টি গরীব-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, গরীব-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়া, যাতে তারা ঈদকে আরও আনন্দময়ভাবে উদযাপন করতে পারেন।
এছাড়া, “ফ্রেন্ডস চ্যারিটি” ২০২৩ সালে তাদের প্রতিষ্ঠার পর থেকেই মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রেখে আসছে। শীত বস্ত্র বিতরণ, অসহায়দের চিকিৎসায় সহায়তা প্রদান, এবং বন্যার্থদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কল্যাণমূলক কাজ তারা নিয়মিতভাবে করে যাচ্ছে।
এই ঈদ উপহার বিতরণের সময় “ফ্রেন্ডস চ্যারিটি” এর সদস্যরা, যারা তাদের নিজেদের হাতে উপহারগুলো বিতরণ করেন এবং উপকারভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
“ফ্রেন্ডস চ্যারিটি” এর প্রতিষ্ঠাতা সদস্যরা জানিয়েছেন, তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চান, যাতে সমাজের প্রতিটি অংশের মানুষই ঈদ এবং অন্যান্য উৎসবগুলো আনন্দের সাথে উদযাপন করতে পারেন।