মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আগামীকাল পবিত্র ঈদুল আযহা। তাই কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে মাংস বিক্রির ধুম পরেছে।
মেহেরপুরে বেশ কয়েকটি জায়গায় বসেছে মাংসের দোকান। সারাদিনই ব্যাপক বিক্রি হচ্ছে গরু, ছাগল ও মহিষের মাংস।
আজ শনিবার সরজমিনে মেহেরপুর শহরে হোটেল বাজার,বড় বাজার, স্টেডিয়াম মোড়, চুলকানির মোড়সহ আরো কয়েকটি জায়গা ঘুরে দেখা যায় ঈদের আগমূহুর্তে ব্যাপক বেচাকেনা করছে মাংস বিক্রেতারা।
বিক্রেতারা বলেন, মাংস বিক্রির পরিমাণ বেশ ভালো। ঈদের আগের দিন অনুযায়ী ভালোই ক্রেতা পাচ্ছি মাংস বিক্রির জন্য। ছাগল ৮৫০, গরু ৬৫০, মহিষ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংস বিক্রেতা আরব মীর বলেন, অন্যান্য বারের চেয়ে মাংসের কেজি প্রতি মুল্য একটু বেশি। তবে ক্রেতা ভালোই আছে এবং মাংস বিক্রি করতে পারছি দ্রুত।
তবে রোযার ঈদে যে পরিমাণ গরু, মহিষ জবাই করা হয়েছিল তার তুলনায় এই ঈদে অনেক কম। তবে জাকজমকের সাথেই চলছে বেচা কেনা।
ক্রেতা বিল্লাল বলেন, মাংসের দাম একটু বেশি তাও বেচাকেনা ভালোই জাকজমক দেখতে পারছি। তিনি আরো জানান, মাংস বিক্রির ধুম পড়েছে মেহেরপুরে। সকালে ঈদের জন্য ভালো মাংস কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে।