মেহেরপুরের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে উদ্ধারকৃত গাঁজা ফেন্সিডিল ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর কোর্ট প্রাঙ্গণে হেরোইন-ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এ সমস্ত মাদকদ্রব্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর এদিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান উপস্থিত থেকে এ সকল মাদক দ্রব্য ধ্বংস করেন। এসময় কোর্ট ইনস্পেক্টর গোলাম মোহাম্মদ সেখানে উপস্থিত ছিলেন। ধ্বংস মাদক দ্রব্যের মধ্যে প্রায় ১০ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ৬৪ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন এবং ৩৪৫ বোতল ফেনসিডিল রয়েছে।