মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: ফজলে রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলমগীর, জাহিদুল ইসলাম।
প্রতিযোগীতায় ১০০ মিটার দৌড়ে শোলমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব, দীর্ঘ লাফ উজলপুরের সুলাইমান, উচ্চ লাফ শোলমারীর মাহফুজ, ভারসাম্য দৌড় পিরোজপুরের ফয়সাল, অংক দৌড় গোপালপুরের নাহিদ, কবিতা আবৃতি গোভীপুরের আফলিন জাদিদ দিহান, চিত্রাংকন তেরঘরিয়ার উজায়ের, নৃত্য বড়বাজারের ইয়াছিন, পল্লিগীতিতে ইছাখালির আলিফ হোসেন, একক অভিনয়ে রাধাকান্তপুরের দেলোয়ার, উপস্থিত বক্তৃতা বিএম এর মাবরুব রাইম, খ গ্রুপের ১০০ মি. দৌড় খোকসার মহিমা খাতুন, দীর্ঘ লাফ খোকসার মহিমা খাতুন, উচ্চলাফ রাজাপুরের সুরাইয়া, ভারসাম্য দৌড় মেহেরপুর পৌর অহনা মিম, রিলে দৌড় খোকসার মিম্মা খাতুন, বল নিক্ষেপ শোলমারীর নুপুর, অংক দৌড়ে রাইপুরের আরশি সুলতানা।