ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৭ ডিসেম্বর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন, মেহেরপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ।
আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপত্তা খাদ্য অফিসার মোঃ রিয়াজ মাহমুদ রাব্বি, পল্লী সঞ্চালয় ব্যাংক মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জন ইমামের হাতে চেক তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণরা।