বাড়ির জমির আইল নির্ধারণকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে বাবলু হোসেন (৪৬), তার স্ত্রী বুলুয়ারা খাতুন (৪০), ভাই লাভলু হোসেন ও খোকনের ছেলে সুমন (৩০)।
আহতদের মধ্যে বাবলু হোসেনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবলু হোসেন।
আহত বাবলু জানান, বাড়ির জমির আইল নির্ধারণকে কেন্দ্র করে প্রতিবেশি আসাদুল তার স্ত্রী মেহেজান ও কাজল হোসেন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করে। তবে, অপরপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।