মেহেরপুরের ৬৮টি কেন্দ্রে ‘একদিনে এক কোটি’ কোভিড ভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে ২৫ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল থেকেই মেহেরপুরের পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ গণটিকা কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। জেলা জুড়ে আজকে ২৫ হাজার প্রথম ডোজের টিকা প্রদান করা হবে।
মেহেরপুরের কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, আগের মত ভিড় দেখা না গেলেও কয়েকটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছেন সকল শ্রেণী পেশার মানুষরা।
দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক মো: ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী টিকা দিতে আসা মানুষদের খোঁজখবর নেন ।
এসময় তিনি বলেন, ওমিক্রণ ভাইরাস আমাদের দেশে তেমন বেশি ছড়াইনি। সংক্রমনের হার বর্তমানে ৫ শতাংশের নিচে রয়েছে। এ সপ্তাহের মধ্যেই এটি আরও কমে যাবে বলে আশা করছি। তবে করোনা দীর্ঘদিন ধরে আমাদের মাঝে থেকে যাবে। যেকারণে টিকা নিতে হবে, যাতে আমরা এটাকে মোকাবেলা করতে পারি। ডোজই দেওয়া হবে।