মেহেরপুরে এক ব‍্যক্তিকে কুপিয়ে জখম, আটক ১

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে বিশারত আলী নামের এক ব‍্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে  রবির বিরুদ্ধে।
রবিবার সকালে শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিশারত আলী একই গ্রামের কিয়ামদ্দিনের ছেলে। অভিযুক্ত রবি একই গ্রামের এজেল হোসেনের ছেলে
জানা গেছে,  বিশারত আলী প্রতিবেশী রবির বাঁশঝাড় থেকে একটি কঞ্চি কাটে। এসময় রবি বিশারত আলীকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে থাকে। বিশারত আলী মাত্র একটি কঞ্চি কারণে রবিকে গালিগালাজ করতে নিষেধ করলে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বিশাতের গলায় কোপ মেরে বিশারত আলীকে রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয়রা রক্তাক্ত জখম  অবস্থায় বিশারত আলীকে  উদ্ধার করে মেহেরপুর  জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিশারত আলীর গালিয় ৫২টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে বিশারত আলী মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় রবি আটক করেছে মেহেরপুর থানা পুলিশ।