বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মেহেরপুর পৌর সভার ১,৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এসময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবো।
তিনি আরো বলেন, হাইব্রিড নেতাদের মাথা গজিয়েছে। যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই সংগ্রামে অংশ নেয়নি তারা আজকে সৈনিক হয়েছে। আপনারা সতর্ক হয়ে যান, আজকে যদি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকতে পারে তাহলে সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের নিয়ে, যারা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে সেই পরীক্ষিত সৈনিক দিয়ে আগামী দিনের বিএনপিকে সাজাতে হবে।
এছাড়াও জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম কালু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব সোনাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা দেশের সার্বিক কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।