মেহেরপুর সদরের বারাদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বারাদি ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জুনায়িদ আল হাবিবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারাদি মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওলামা ও তুলাবা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বার।
বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন।
মাওলানা মুফতি মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি: মাওঃ খায়রুল ইসলাম: মুফতি মামুনুর রশীদ, মুফতি এমদাদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মুফতী তাওহীদ আদনান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম।