সপ্তাহের শেষে মেহেরপুরের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় সবজি দ্রব্যাদির দাম কিছুটা কমেছে।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মেহেরপুর বড়বাজারের কাঁচা বাজার আড়ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজি দাম ১০-২০ টাকা কমেছে।
আলুর দাম গত দুই দিনের তুলনায় কেজি প্রতি পাইকারি ১৫-২০ টাকা ও পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমেছে।
এছাড়াও পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাত টাকা কম দরে ৭৮ টাকায়।
প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। খুচরা বাজারে পাঁচ টাকা কম দরে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি দেশি রসুনপাইকারি পাইকারি বিক্রি হচ্ছে ২২০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা।
বাজারে কাঁচা ঝাল পাইকারিতে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি আদা পাইকারি বিক্রি হচ্ছে ২১০ টাকা এবং খুচরা বাজারে ২২০ টাকা কেজি দরে।
মেহেরপুর কাঁচা বাজারের মোঃ জব্বার জানান, গত দুই সপ্তাহের থেকে কাঁচাবাজারে দাম অনেকটাই কমেছে, অনেক সবজির দামে নরন-চরন নেই।
কেজি দরে সর্বোচ্চ ১০ থেকে ২০ টাকা বেড়েছে মাটির আলু এবং কলার। আগামী দিনে আরো কমতে পারে বলেও জানান তিনি।
সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাচ কলা খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা, গোল বেগুন ৪৫ টাকা,শীতের সবজি ফুলকপির মূল্য ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৭০ টাকা,পাতা কপি ২০ টাকা,পালন শাক ২০ টাকা,সিম ৪০ টাকা,গাজর ৫৫ টাকা,লেবু হালি হিসেবে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসময় কাঁচা বাজার করতে আসা মোঃ সজিব জানান,গত দুই সপ্তাহে সবজির দামের থেকে এই সপ্তাহে মোটামুটি কম।
ইসমাইল হোসেন বলেন,বাজারের সবকিছুই দাম কম মনে হচ্ছে না। কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের থেকে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।