মেহেরপুরে প্রাণঘাতী করোনো ভাইরাসে আক্রান্ত হয়ে মোমেজান নেছা (৭০) নামের আরো এক জনের মৃত্যু হয়েছে।
তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮ জনে।
এ দিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়াল ১৪ মার্চ ২০২১ থেকে আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০৯ জন। এ পর্যন্ত সর্বমোট পজিটিভ ৮৭৯ টি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, ফলাফল এসেছে ২৩ টি। এর মধ্যে নতুন করে ৩ জন (সদরে- ২, গাংনীতে- ১) করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পাঠানো হয়েছে ২২ টি।
এ নিয়ে মেহেরপুর জেলায় বর্তমানে পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে পজিটিভ সংখ্যা ৫৭(সদরে- ২৮, গাংনীতে- ২১, মুজিবনগরে- ৮) জন।
এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৬৩৪৫ টি। মৃত্যু- ১৮ জন (সদর- ৯, গাংনী- ৭, মুজিবনগর- ২), সুস্থ্য- ৭৩৯ জন, ট্রান্সফার্ড- ৬৩ জন।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর শহরের বড়বাজারের নাজিমন নেছা (৮০), ২ নম্বর ওয়ার্ডের মারুফুজ্জামান (৪০) ও গাংনী উপজেলা হাড়াভাঙার গ্রামের মহিবুল (৬৪)।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।