মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে মকলেছুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মকলেছুর রহমান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলিহিমের ছেলে। তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক ছিলেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো: রফিকুল ইসলাম জানান, মকলেছুর রহমান শদি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে আইসোলেশনের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা বিধি মোতাবেক জানাজা শেষে দাফন সম্পন্ন করবেন।