মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে পলাশ আলী (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পলাশ আলী গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সাকের মন্ডলের ছেলে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,পলাশ আলী ঠান্ডা সর্দি কাশি ও জ্বরের কারনে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে আইসোলেশনে ওয়ার্ডে নেওয়ার পর পরই মারা যায়। ইতোপূর্বে তার এ্যাজমার সমস্যা ছিলো।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রফিকুল ইসলাম জানান,করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার কারনে পলাশ আলীর নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য ইসলামি ফাউন্ডেশনের একটি টিম ও সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমান ও গাংনী থানা পুলিশ পাঠানো হয়েছে।
পলাশ আলীর পরিবার জানান,সে বেশ কিছু দিন যাবৎ হার্ট ও এ্যাজমার সমস্যায় ভুগছিলেন। অসুস্থ্য অবস্থায় তিনি গাংনী হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।