মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শ্রীগাড়ির মাঠের কলাক্ষেত কর্তনের ঘটনায় দায়ের করা মামলায় খোরজেল আলী (৩৫) ও এরজেম আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
খোরজেল আলী ও এরজেম আলী সদর উপজেলার বন্দর গ্রামের কতির আলীর ছেলে।
মেহেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে বন্দর গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই ভাইকে গ্রেফতার করেন।
এর আগে চাঁদবিল গ্রামের ক্ষতিগ্রস্থ কলা চাষি বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ৪৪৭/৩৭৯/৪২৭ পিছি ধারায় একটি মামলা দায়ের করেন। মেহেরপুর থানার মামলা নং ৩০, তারিখ ১৯/০৯/২০২২ ইং। মামলায় এ্ই দুই ভাইকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার মেহেরপুৃর সদর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, মামলাটি এফআইআর হওয়ার পর তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুইভাইকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে চাঁদবিল গ্রামের শ্রীগাড়ির মাঠে ১০ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির কলা গাছের কাঁদি থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছরুপ করে দেয় দূর্বৃত্তরা। এঘটনায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।