মেহেরপুর পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে ধরা পড়ার পর পৌরসভায় সালিশে একে অপরের কান ধরে আর জীবনে চুরি ও মাদক সেবন না করার অঙ্গিকার করে ক্ষমা প্রার্থনা করে।
গত রোববার রাতে ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ার যুবক শাকিল হোসেন, সুজন হোসেন, রাজু ও ময়না গোরস্থানের ভূগর্ভস্থ পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে বিক্রি করে।
বিভিন্ন মাধ্যমে চোর সনাক্ত হলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার দুপুরে অবিভাবকদেরসহ চার যুবককে কাউন্সিলরদের মাধ্যমে পৌর কার্যালয়ে হাজির করেন। এসময় অবিভাবকদের নির্দেশে চার যুবক একে অপরের কান ধরে জীবনে আর চুরি ও মাদক সেবন করবেনা বলে অঙ্গিকার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের পুলিশে হস্তান্তর না করারও অনুরোধ জানায়।
যুবকরা তাদের পাড়ার অধিকাংশ যুবক ও কয়েকজন নারীর নাম উল্লেখ করে বলেন- তারা হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ব্যবসা করে । তারাই তাদের বিপথগামী করেছে। অবিভাবকদের অনুরোধে ও যুবকদের ক্ষমা প্রার্থনায় তাদের ছেড়ে দেয়া হয়।