করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ কিন্টারগার্ডেন স্কুলগুলোর শিক্ষক-শিক্ষিকারা অবস্থান কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রীর নিকট হইতে আর্থিক অনুদান অথবা সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলায় এই অবস্থান কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে কয়েকশ শিক্ষক জমায়েত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত মানববন্ধন নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা কিন্টারগার্ডেন স্কুল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক আফতাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউর রহমান সুরুজ, সদস্য ফায়েল উদ্দিন, সুমি আক্তার, ফজলুল হক মন্টু শাহীনসহ শিক্ষক-শিক্ষিকারা।
মেপ্র/এমএফআর