মেহেরপুরের হিজুলী গ্রামের নুর ইসলাম নামের এক কৃষককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার ২২(মার্চ) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো, সদর উপজেলার হিজুলী গ্রামের মোহাম্মদ হক(৫৩), মোহাম্মদ সোনা(৫০), সাগর (৩৫), আলফাজ ও হামিদুল। রায় ঘোষনার সময় মোহাসম্মদ হক ও সাগর আদালতে উপস্থিত থাকলেও আলফাজ, হামিদুল ও মেহাম্মদ সোনা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের নুর ইসলাককে হত্যা করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদি হয়ে ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং- ১৪, জিআর ১২৩/১০। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহনের পর আদালত ৫জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আসাদুল আযম খোকন।