পেটে আলসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মন্টু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ গলাই ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেছেন। মন্টু মিয়া গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চাতরপাড়া এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
গতকাল রবিবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিজ ঘরের আড়ার সাথে গলাই ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
গাংনী থানার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই (নি:) রেজাউল করিম বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, মন্টু মিয়া দীর্ঘদিন যাবৎ আলসার রোগে ভুগছিলেন। পেটের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।
মন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪।