মেহেরপুর সদর উপজেলার আলমপুর বাজারে অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাজা সহ হামিদুল ও বাশার আলী নামের দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার রাত পৌনে ৮ টার দিকে তাদের আটক করা হয়।
আটক হামিদুল গাংনী উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ও বাশার আলী একই গ্রামের বাদশার ছেলে।
ডিবি ওসি রবিউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে তাদের সোপর্দ করা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি: