মেহেরপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ মহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের গড়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় অভিযান চালিয়ে মহিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
মহিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর মুক্ত রায় চৌধুরী, এসআই অজয় কুমার কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে
শহরের গড়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় অভিযান চালায়।
পরে তার ঘর তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল, ১’শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৫’শ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
মহিরুল মেহেরপুর শহরের গড়পাড়ার মৃত নাজমুল হক বিশ্বাসের ছেলে ইদ্রিস আলীর বাসায় ভাড়া থাকতেন। ভাড়া বাড়ি থেকে মেহেরপুর ডিবি পুলিশ তাকে আটক করে।