মেহেরপুর সদর উপজেলার গোপালপুর থেকে তহমিনা খাতুন (৪০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তহমিনা খাতুন একই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে বা কেন তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশি আবু তাহের , জমিরুল সহ কয়েকজন মিলে শারিরীক নির্যতাাতন করে হত্যা করেছ্তে। এ ঘটনার পর থেকে তাহের ও জমিরুল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
– নিজস্ব প্রতিনিধি