মেহেরপুরে তহমিনা খাতুন (৪০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোপালপুর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, তহমিনার ১৩ বছর বয়সে বিয়ে হওয়ার ৭ দিনের মাথায় তালাক হয়ে যায়। পরে আর বিয়ে হয়নি। পিতার একখন্ড জমির উপর টিনের ছাউনি দিয়ে তার ভায়ের একমাত্র সন্তান আকাশ (১৭) কে নিয়ে ঐ ঘরে বাস করতো। আকাশের পিতা মাতা কেউ নেই। আকাশ ও ফুপু তহমিনা ক্ষেত খামারে কাজ করে দিনানিপাত করতো তোলার কাজ করতো।
আকাশ অভিযোগ করে জানান, প্রতিবেশী ফজলুল হকের ছেলে মালদ্বীপ প্রবাসী আবু তাহের তার ফুপুর জমিটুকু দখলে নিতে চাই। তহমিনা ও আকাশ ঐ জমি লিখে না দেওয়ায় তাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। এতে ভিত হয়ে তহমিনা আকাশকে রাতে কাছে রাখতো না। এই সুযোগে বুধবার দিবাগত রাতে কোন এক সময় তার উপর নির্যাতন চালিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ রেখে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, জমি সঙক্রান্ত বিরোধেই তহমিনাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তহমিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং নাকে রক্ত দেখা যায়। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
-নিজস্ব প্রতিনিধি