মেহেরপুরে রুমকি খাতুন (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে শহরের ৯নং ওয়ার্ড গোরস্থানপাড়ার তার স্বামী সোহাগের বাড়ির সিড়ি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয় ময়না তদন্তের জন্য।
আজ শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়। নিহত রুমকি খাতুন মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ডের আব্দুর রশিদের মেয়ে ও একই পাড়ার জামাল উদ্দিনের ছেলে সোহাগের স্ত্রী। নিহতের তিন বছরের একটি পুত্র সন্তান আছে।
এদিকে রুমকিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিহতের ভাই হাসান জানান, বেশ কিছুদিন ধরে ২ লক্ষ্য টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল সোহাগ ও তার পরিবারের লোকজন। আমি তাের কাছে কিছু দিন সময় দাবি করি টাকা দেওয়ার জন্য। এরই মধ্যে গত রাতে সোহাগের পিতা জামাল আমাকে বলে তোমার বোনকে নিয়ে যাও। আমি রাত ১০টার দিকে গিয়ে সিড়ি ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় রুমকির গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মূল বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এঘটনার পর থকে সোহাগ ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানাই তার পরিবারের লোকজন।
মেপ্র/এমএফআর