মেহেরপুর পৌর গড় পুকুরের পশ্চিম পার্শ্বে গড় পুকুরের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।
গতকাল রবিবার বিকেলে এই কাজের উদ্বোধন করা হয়।
মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর জেলা জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর শহর শাখার সাধারণ সম্পাদক আক্কাস আলী, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রাক্তন প্রভাষক নুরুল ইসলাম, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফসহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীসহ মেহেরপুর পৌরসভার সকল সদস্যবৃন্দ।
পৌর গড় পুকুরের সৌন্দর্যবর্ধণ সম্পর্কে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন উর রশিদ। তিনি বলেন, মেহেরপুরে গড় পুকুরের সৌন্দর্যবর্ধণ কাজের চুক্তি মূল্য ১১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হবে আগামি কাল ৩০ মার্চ থেকে এবং এই কাজ সমাপ্ত তারি শেষ আগামি বছরের ২৯ মার্চ। এ কাজটি সম্পন্ন হলে মেহেরপুর জেলার মানুষ একটা সুন্দর বিনোদনের স্থান পাবে । একই সঙ্গে শিশুরা খেলার উপযুক্ত জায়গা পাবে।