মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় অভিযান চালিয়ে চাউল মজুদ করার অপরাধে মেসার্স এম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, মেসার্স এম ট্রেডার্স নামক একটি চাউলের প্রতিষ্ঠানে অভিযানে খাদ্য বিভাগের লাইসেন্স বহির্ভূতভাবে অবৈধ চাউল মজুদ, চাউলের মুল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় এম ট্রেডার্সের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সকল ব্যবসায়ী আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অংশ নেন।