মেহেরপুরে বিএডিসির উদ্যোগে চুক্তিবদ্ধ গম ও বোরো চাষীদের কলা কৌশল বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী মেহেরপুর বীজ প্রত্যায়ন এজেন্সী কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিএনডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক এনামুল হকের সভাপেিত্ব চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স ঢাকা বিভাগের উপ-ব্যবস্থাপক শাহজাহান কবির, সেচ ভবনের যুগ্ম পরিচালক মুসতাক আহমেদ, চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা রঞ্জন কুমার প্রামানিক, বারাদি বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কে এম মনিরুজ্জামান, উপপরিচালক শামিম হায়দার, আমঝুপি সবজি উৎপাদন খামারের উপ-পরিচালক গোলক নাথ মণ্ডল।
প্রশিক্ষণে ধান ও গম বীজ উৎপাদনের ধাপ, উৎপাদনের কলাকৌশল, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, বীজ প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে চুক্তিবদ্ধ ৪০ জন চাষী অংশগ্রহণ করেন।