জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগ ছাত্রনেতা ইব্রাহীম এর নেতৃত্ব কেক কাটা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা কমিটির অন্যতম সদস্য এম এ এস ইমনের কার্যালয়ে এ কেক কাটা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইব্রাহীম বলেন,বঙ্গবন্ধু জন্মেছিলো বলেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদদের প্রতি ও জাতীয় চার নেতা,সকল ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধাদের প্রতি গভির শ্রদ্ধার সাথে স্বরন করছি।
বঙ্গবন্ধুর শপথ নিয়ে,আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মেহেরপুর জেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছি, আগামী দ্বাদশ নির্বাচন ২০২৪ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের নেতৃত্বে মেহেরপুর জেলা ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য আশিক মাহমুদ, রেদুয়ান আকাশ,আসিব,শাকিল,সাকিব,হিরা,সৌরভ আরো নেতা কর্মী।