দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিরোধ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১১ টার সময় মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আয়োজন করে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র প্লাবণের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর সহকারী অধ্যক্ষ খন্দকার মুইজ, এএমআইই এর প্রাক্তন ছাত্র তামীম হাসান, মেহেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কভারতের আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: হাসনাত জামান সৈকত, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র ইমতিয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাইম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র হাবিবুর রহমান, ইউ আই এস টির ছাত্র নাসিম রানা বাধন সহ শত শত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মিছিলটি মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে এখনো অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। যারাই দেশের বিরুদ্ধে অশান্তির অপচেষ্টা চালাবে তাদেরই প্রতিরোধ করবে এদেশের ছাত্র-জনতা।
মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।