মেহেরপুরে ছাদ থেকে পড়ে জিসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জিসান শহরের হঠাৎপাড়ার কটার ছেলে। জিসানের পরিবার থেকে জানাই, সকালের দিকে তার সমবয়সী কয়েকজন শিশুকে নিয়ে পার্শ্ববর্তী মোক্তার হোসেনের বাড়ির ছাদে খেলা করছিল। এ সময় জিসান যে কোন ভাবে নিচে পড়ে মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাকে মেহেরপুর জেনরেল হাসপাতালে নিয়ে আসে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। রাজশাহীল উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুষ্টিয়াতে পৌছলে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে জিসানের মৃত্যু হয়।
আগামীকাল সকালে তার দাফন সম্পন্ন হবে বলে জিসানের পরিবারের লোকজন জানিয়েছেন। এদিকে তার মুত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।