পাকা রাস্তার পাশে বালি ও কাঠের লাকড়ী রেখে জন দূর্ভোগ সৃষ্টির অভিযোগে আব্দুল কুদ্দুছ(৫০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন। আব্দুল কুদ্দুছ সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃতু সুন্নত আলীর ছেলে।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মেহেরপুর শহরের সরকারী কলেজ গেটের সামনে পাঁকা রাস্তার পাশে উন্মুক্ত স্থানে বালু ও কাঠের লাকড়ী রেখে দীর্ঘদিন জনগনের দূর্ভোগ সৃষ্টি করে আসছিলেন।আব্দুল কুদ্দুছকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।