মেহেরপুর জেলা ইমাম সমিতি ও জেলা ওলামায়ে পরিষদের যৌথ উদ্যোগে ফিতরা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জনপ্রতি সর্বনিম্ম ৬৫ টাকা এবং সর্বোচ্চ ৫হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর শহরের ঘাটপাড়া নুরানী মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আনছার উদ্দিন বেলালীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওলামায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতী হাফিজুর রহমান, পৌর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রোকনুজ্জামান, ইমাম সিরাজ উদ্দীন, শাহ আলম, নুরানী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইয়ারুল ইসলাম প্রমুখ।
হাফেজ মাওলানা রোকনজ্জামান জানান, এ বছর চাল ও গমের মুল্য অনুযায়ী অর্ধ সা পরিমাণ হিসাব করে জনপ্রতি সর্বনিম্ম ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। কেউ যদি আজুয়া খেজুরের হিসাবে ফিতরা দেন তা হলে এক সা হিসাবে জনপ্রতি প্রায় ৫ হাজার টাকা দিতে পারবেন।
তিনি আরো জানান, আজুয়া খেজুর, যব, পনির, কিসমিস ও চাল-গম এই পাঁচটি দ্রব্য মূল্য অনুযায়ী ফিতরা দেওয়া যায়।