করোনা ভাইরাস মোকাবেলায় জন সচেতনতা মূলক প্রচার ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মেহেরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে শনিবার দুপুরে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
এসময় করোনা মোকাবিলা কি কি করনীয় এ বিষয়ে জনগনকে অবহিত করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সেই সাথে পথচারিদের সাবান বিতরণ করা ও রাস্তায় জীবাণুনাশক প্রোয়োগ করে সেনাবাহিনী।
সচেতন মূলক অভিযানে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সদর থানার ওসি শাহ দারা খান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর