মেহেরপুরেে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর জেলা গ্রন্থাগার হতে র্যালিটি বের হয়ে মেহেরপুর কলেজ মোড় প্রদর্শন করে আবারো
মেহেরপুর জেলা গ্রন্থগারে এসে র্যালিটি শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রফেসর (অব:) ড. হাসানুজ্জামান মালেক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।
এছাড়াও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা গ্রন্থাগারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর