“যুবরা লড়বে , নতুন পৃথিবী গড়বে” “যুব মেধা ও যুব শক্তির অপচয় রোধে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ- ঘুষ- দুর্নীতি লুটপাট বন্ধ কর সুশাসন নিশ্চিত কর ”এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় যুব জোট এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মেহেরপুর জেলা শাখার সভাপতি মো: ওমর আলী। মেহেরপুর জেলা জাতীয় যুব জোট নেতা মোঃ নুরু-উছ-সাফা প্লাবনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের (হা-ন) সভাপতি আবুল বাশার বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা একটি শোষণ ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। সেই সাথে লুটপাট ,ধর্ষণ ,অন্যায়, নির্যাতন ও সকল দুর্নীতির বিরুদ্ধে জাতীয় যুব জোট ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় জাতীয় যুব জোট নেতা, তানজিল খান, রাজন জোয়ার্দার, সোহেল খান, মন্ডল, নাসিবুল ইসলাম, জুবায়ের রহমান, বাকী বিল্লাহ ,সোয়ায়েব হোসেন, লিমন, আইনাল হক, আজিজুর রহমান আজীজ, আলীমদ্দীন, ইউসুফ হোসেন, লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।