মেহেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মেহেরপুর জেলা জাসদের আয়োজনে রবিবার সকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাসদ নেতা আব্দুর রহিম। জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরু-উছ-সাফা প্লাবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু। এসময় তিনি বলেন,
১৯৭২ সালের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এক জনসভার মাধ্যমে সমাজব্যবস্থা তথা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান নিয়েই দলটির আত্মপ্রকাশ। নানা আন্দোলন সংগ্রামে, উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি এ পর্যন্ত এসেছে।
বাংলাদেশের উত্থান-পতনের সঙ্গে জাসদ ওতপ্রোতভাবে জড়িত। সামরিক শাসন, সাম্প্রদায়িক অপশক্তিসহ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ায় জাসদের নিরবচ্ছিন্ন অগ্রযাত্রা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে হলে সমাজতন্ত্র ও বলিষ্ট অসাম্প্রদায়িকতার বিকল্প নেই। জাসদ মনে করছে, সমাজতন্ত্রের ঝাণ্ডা হাতে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে সংগ্রাম অব্যাহত রাখবে।
আলোচনা সভায় জেলা, উপজেলা জাসদ ও জাতীয় যুব জোটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।