মেহেরপুরে জেলা পরিবেশক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের সেভেন সেন্স রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ হাশেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা আজিজুর রহমান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত) সাদরুল ইসলাম নাহিদ, কার্যনির্বাহী সদস্য মোঃ সোহেল রানা, মেহেদী হাসান পলাশ, নুরুজ্জামান, ওমর ফারুক, আশরাফ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।