মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এর নেতৃত্বে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণ এবং পথচারীদের মাস্ক ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। পরে শহরের বড়বাজার এলাকায় মাস্ক না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ ধারায় ৩ জনের নিকট থেকে ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় এস আই রামপ্রসাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর