বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বামনপাড়া থেকে শুরু হয় এই পথসভা, লিফলেট বিতরণ এবং গণসংযোগ। পর্যায়ক্রমে আমদাহ ও আশরাফপুর গ্রামেও গণসংযোগ পরিচালিত হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মাদ।
নেতারা জানান, তারেক রহমান প্রদত্ত ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। এসব দফার গুরুত্ব তুলে ধরতে লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এসময় জেলা বিএনপি’র সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, আনসারুল হক, মীর ওমর ফারুক, ওমর ফারুক লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ কে খায়রুল বাশার, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা খাতুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক সদস্য আলমগীর হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিএনপি নেতা জমিরুল ইসলামসহ জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।